কানাডার প্রভাবশালী এমপি মার্ক মিলারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব কুইবেক। অবকাঠামো এবং কমিউনিটি বিষয়ক মন্ত্রীর পার্লামেন্টারি সেক্রেটারি এবং প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক দূত নির্বাচিত হওয়ায় মন্ট্রিয়লের বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়।
মন্ট্রিয়লের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি ও কানাডিয়ান উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের মডারেটর ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কানাডা বিএনপির কর্ণধার ফয়সাল চৌধুরী। এতে বক্তব্য দেন ড: আবিদ বাহার, ইঞ্জিনিয়ার জুলফিকার হায়দার, আব্দুর সবুর, আবদুর রাজ্জাক, আকিব ইয়াসির তালহা, জিয়াউল হক জিয়া, সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, সৈয়দ ফজলুল হক, শমশের ইকবাল সোহেল, নাসিম ঊদ্দিন, নওশেদ উল্লাহ, রোকন উদ্দিন, এজাজ আহমদ, মোশারফ হোসেন, ইসা চৌধুরী, মার্ক মিলারের রাজনৈতিক উপদেষ্টা লিসা মনটাগমরি প্রমুখ ।
বিডি প্রতিদিন/ফারজানা