যথাযথ মর্যাদায় ওমানের রাজধানী মাস্কাটে প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে পালিত হয়েছে জাতীয় শোক দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী।
দূতাবাসের দ্বিতীয় সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় রাষ্ট্রদূত গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান আবুল হাসান মৃধা, কাউন্সিলর শ্রম সুজাউল হক ও প্রথম সচিব আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওমান শাখার বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদ ওমান শাখা, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও চট্টগ্রাম সমিতির নেতাকর্মীরা।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর অবদানের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের আহ্বান জানান।
অনুষ্ঠানের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৮/আরাফাত