বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দোহার নাজমা স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জি এস সুমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কাজি হাসান বিল্লাহ, আহসান উল্লাহ ভুইয়া, মাহবুব আলম চৌধুরী, জামাল হোসেন, আক্তার ফারুক, কাজী মনোয়ার, ইউচুপ বাবুল, আলাউদ্দীন, ওমর ফারুক রনি, কে এম জুলহাস প্রমুখ।
এ সময় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাসদ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার রুহের মাগফেরাত কামনায় সংগঠনের কর্মী নেতৃবৃন্দসহ পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
এতে মাওলানা আবু সাঈদের নেতৃত্বে জাতির জনকসহ চার জাতীয় নেতা এবং মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা