প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ সমন্বয় কমিটি। এ উপলক্ষ্যে প্যারিসের ক্যাথসীমায় একটি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রান্স আওয়ামী লীগ সমন্বয় কমিটির প্রধান সুনাম উদ্দিন খালিকের সভাপতিত্বে ও হাসান সিরাজের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন হাজি জহিরুল হক, নুরুল আবেদীন, মোতালেব খান, আশরাফুল ইসলাম, হাজি হারুন রশিদ, মাহবুবুল আলম কয়েছ, শায়েখ ইবনে হোসেন , শরফ উদ্দিন স্বপন, সোফি আহমদ, শহীদ মিয়া, আজিজুর রহমান, খায়রুল আলম মাজেদ প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তাগন বলেন, বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে সোনার বাংলাদেশ আজ গৌরবের আসনে অধিষ্টিত। সেই সঙ্গে বিশ্বব্যাপী বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর