বাবাকে দেয়া গাড়িতে করে আধুনিক মালয়েশিয়ার রূপকার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদকে ঘুরালেন জহুর প্রদেশের বর্তমান সুলতান ইব্রাহিম। ৩৪ বছর আগের প্রোটন সাগা মডেলের গাড়িতে করে মাহাথিকে ঘুরান তিনি।
বৃহস্পতিবার জহুর প্রদেশে এক সফরে যান ডা. মাহাথির মোহাম্মদ। এসময় ডা. মাহাথির মোহাম্মদ ও সুলতান ইব্রাহিমের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রোটন সাগা মডেলের গাড়িতে করে মাহাথিকে ঘুরানো হয়। পরে ডা. মাহাথির মোহাম্মদকে ছিনাই বিমানবন্দরে পৌঁছেও দেন সুলতান।
উল্লেখ্য, গাড়িটি ৩৪ বছর আগে মাহাথির মোহাম্মদ বর্তমান জহুর সুলতানের বাবাকে উপহার দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৯/আরাফাত