কাতারস্থ বাংলাদেশের সাংবাদিক ও লেখকদের মূলধারার সংগঠন 'বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন, কাতার'র পুরাতন কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটির সাধারণ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০২০ গঠন করা হয়েছে।
এতে এনটিভির কাতার প্রতিনিধি অধ্যাপক আমিনুল হককে সভাপতি, দেশ সংবাদের বিশেষ প্রতিনিধি শাহাবুদ্দিন শামীমকে সাধারণ সম্পাদক এবং ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির বাকিরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক যুগান্তরের কাতার প্রতিনিধি শরিফুল ইসলাম আবুল, সহ-সভাপতি জেটিভি বাংলার কাতার প্রতিনিধি মিল্লাত কামাল, সহ-সভাপতি কলকাতা টিভির কাতার প্রতিনিধি শাহ আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা ট্রিবিউনের কাতার প্রতিনিধি জাকারিয়া আহাম্মেদ খালিদ, সাহিত্য সম্পাদক যমুনা টিভির কাতার প্রতিনিধি আবু হানিফ রানা, প্রচার সম্পাদক এটিএন বাংলার কাতার প্রতিনিধি হারুনুর রশিদ মৃধা, দপ্তর সম্পাদক এটিএন নিউজের কাতার প্রতিনিধি শরিফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক এসএ টিভির কাতার প্রতিনিধি শাহেদ আহমেদ।
এছাড়া সদস্য হয়েছেন জুড়ি নিউজের সম্পাদক হাসানুজ্জামান, ত্রিশাল বার্তার বার্তা সম্পাদক ইমরান হাসান, আওয়ার কণ্ঠের সম্পাদক নুরে আলম জাহাঙ্গীর, ৫২ বাংলার টিভি কাতার প্রতিনিধি মোশারফ হোসেন জনি, সিলেট মিডিয়ার কাতার প্রতিনিধি সোহেল আহমেদ, শেখ ফারুক (চ্যানেল এস), শফিকুল ইসলাম তালুকদার (লাইভ এডমিন)।
নবগঠিত সাংবাদিক প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিশিষ্টজনেরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম