একাদশ জাতীয় নির্বাচন পরিবর্তী সময়ে রিয়াদে বসবাসরত চাঁদপুরের মতলবের প্রবাসী নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর ২ (মতলব) আসনের বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন।
শুক্রবার রাতে বদর আল সামা মেডিক্যাল সেন্টারের হলরুমে প্রতিষ্ঠানটির উপদেষ্টা বশির আহমেদ সরকারের সভাপতিত্বে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বদর আল সামা মেডিক্যাল সেন্টারের চেয়ারম্যান জামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বদর আল সামা মেডিক্যাল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর গোলাম রব্বানী, ভাইস চেয়ারম্যান নুরুল আমীন, মশিউর রহমান, ফিন্যান্স ডিরেক্টর নুরুল ইসলাম, নুরুদ্দিন তালুকদার, ঢাকা মেডিক্যাল সেন্টাররের মার্কেটিং ডিরেক্টর জাকির হোসেন, কেন্দ্রীয় ওলামাদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ আবু সাইদ, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা তাজুল ইসলাম গাজীসহ আরও অনেকে।
উল্লেখ্য বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির অন্যতম সদস্য ড. জালাল উদ্দিন পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আবরে অবস্থান করছেন। পবিত্র ওমরাহ্ পালন ও মহানবী (সঃ) এর রওজা মোবারক জিয়ারত করে আগামী সপ্তাহে তারা দেশে ফেরার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল