বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১০ জানুয়ারি) পালন করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় ব্রাসেল শহরে দিবসটি পালন করা হয়।
বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ সহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বেলজিয়াম আওয়ামী লীগ উপদেষ্টা ড. ফারুক মির্জা, সহ-সভাপতি হুমায়ন মাকসুদ হিমু, সহ-সভাপতি বাবু নিরঞ্জন রায়, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দফতর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, মর্তুজা রানা, মনির হোসেন মনির প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাগীর চৌধুরী রতন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম