ইতালিতে ঢাকা জেলা সমিতি পূর্ণ গঠনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরপিনাতারার সুন্দরবন রেস্টুরেন্টে ঢাকা জেলা সমিতি ইতালি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব জামিল, অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সামির হোসেন সাদেক।
এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, টেলিফোন কনফারেন্সে বক্তব্য দেন ঢাকা সমিতির উপদেষ্টা হাসান ইকবাল। আরও বক্তব্য দেন উপদেষ্টা আব্দুর রশিদ ও আমিনুর রহমান সালাম, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, ঢাকা কেরানীগঞ্জের কৃতি সন্তান জসিম, সমিতির সম্মানিত সদস্য পাবেল রহমান তুহিন, সফিকুল ইসলাম শফি, মাসুম বাবু, দিপক, নাদিম, আল আমিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ রিপন, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন, মুন্সিগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, গাজীপুর জেলা সমিতির উপদেষ্টা মাহমুদুল হাসান, বৃহত্তর ঢাকা যুব পরিষদের সাধারণ সম্পাদক মাহি আলম শ্যামল, বৃহত্তর ঢাকা সমিতির প্রচার সম্পাদক মুহিব হাসান, মুন্সিগঞ্জ জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ও সদস্য সাইফুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, ঢাকা জেলা সমিতি ইতালি নিয়ে কোনো প্রকার ছিনিমিনি খেলা চলবে না। কোনো প্রকার নোংরামি করতে দেয়া হবে না। আগামী কয়েক দিনের মধ্যে জেলা সমিতির সভাপতি আবুল কালাম আজাদ খোকন ভাই ইতালিতে প্রত্যাবর্তন করবেন। তখন জেলার সমিতির কর্মসূচি ও পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আলোচনা সভা ডাকা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা