বেলজিয়ামে বাংলা বর্ষবরণ করেছে প্রবাসী বাংলাদেশিরা। বেলজিয়াম বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের (বিবিএফসি) আয়োজনে এন্টারপেন শহরে বৈশাখী মেলার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রত্না খান তমা। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিলা নুসরাত। প্রচার সম্পাদক লায়লা নাজ সোমা, প্রধান অতিথি ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাদাত হোসেন। মেলায় অতিথিদের পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী পিঠা, পান্তা-ইলিশ, নানা পদের ভর্তা, মরিচ ভাজা।
আয়োজন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন বাংলাদেশ থেকে আগত শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা পুলক, জি বাংলার 'সা রে গা মা পা' খ্যাত কৌশানী ঘোস এবং লন্ডন থেকে আগত সুমন।
মেলার সার্বিক আয়োজনে সহযোগিতা করেন সংগঠনের সদস্য সহসভাপতি দিলরুবা বেগম মিলি, কোষাধ্যক্ষ রোজিনা মোম, যুগ্ম সম্পাদক ফারজানা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা