অস্ট্রিয়ার জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যটে বুলস ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া।
গতকাল ফেলডেন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে বুলস ক্রিকেট ক্লাবের ইয়েশু শর্মা, দীপক শর্মা এবং রাম ধানওয়ান্তের অনব্দ্য ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ইকবাল হোসেনের অর্ধশতকসহ ৭৪ রান, জায়েদ বিন শহীদ এবং শরীফ খান আরিফের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭ ওভারে জয়ের লক্ষে পৌছে যায় বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া। বুলস ক্রিকেট ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন
বালজিন্দর সিং এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার পক্ষে রাহাত বিন শহিদ, রাকিব ইসলাম ৩টি এবং উজ্জ্বল মজুমদার, ইকবাল হোসেন ১টি করে উইকেট নেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ