২২ জুলাই, ২০১৯ ১৪:০১

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি'র বনভোজন

আহসান রাজীব বুলবুল, কানাডা থেকে

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি'র বনভোজন

শ্রাবণের মেঘ আর রৌদ্রের লুকোচুরিতে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি পালন করল বার্ষিক বনভোজন। সারাদিন ব্যাপী এই  বনভোজন প্রবাসী এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

এয়ারড্রির নোজ ক্রিক রিজিয়নাল পার্কে অনুষ্ঠিত হলো এই  বনভোজন। প্রবাসী বাঙালিরা  আনন্দে মেতে উঠেছিল আর উপভোগ করছিল প্রকৃতির অবয়ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্যকে। সাথে বাড়তি যোগ হয়েছিল বিভিন্ন ধরনের খাবার।

সারাদিন ব্যাপী এই বোনভোজনে ছিল ছোট ছোট শিশু কিশোরদের বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা, ছিল বড়দের দৌড় আর বালিশ খেলা। পরিশেষে  পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

এতে অংশ নেন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অভিনেতা-নির্দেশক জামালউদ্দিন হোসেন এবং বিশিষ্ট অভিনেত্রী রওশন আরাও।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর