বেলগো-বাংলা কালচারাল এসোসিয়েশনের আয়োজনে বেলজিয়ামের লিয়াজ শহরে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমক ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বনভোজনে দলমত-নির্বিশেষে সবাই উপস্থিত ছিলেন।
বেলজিয়ামের লিয়াজ শহরে উপকণ্ঠে ছায়া সুনিবিড় এক মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন সাইদুর রহমান লিটন। সংক্ষিপ্ত ব্যক্তব্যে সাইদুর রহমান লিটন ধন্যবাদ জানিয়ে বলেন, বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশিদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঙ্গালি সংস্কৃতির মূলধারার সাথে পরিচিত করানো ভীষণ প্রয়োজন। তা না হলে এখানে আমাদের বাঙালি স্বকীয়তা আস্তে আস্তে হারিয়ে যাবে। বাঙালি সংস্কৃতির মূল্যবোধ লালনের সাথে সাথে বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশিদের এখানকার (বেলজিয়ান) সমাজের মূলধারার সাথে পরিচয় করানোরও প্রয়োজনীয়তা আছে।
বনভোজন পরিচালনা করেন তপন রায়, শারিফুল ইসলাম মন্জু, নাছির উদ্দীন ,চয়ন রায়, আশরাফ কিটু, সোহাগ, আক্কাস, জসিম, মামুন, মান্নান মিয়া, খোকন শীল, ওহেদ, রুবেল এবং রিপন।
সবশেষে অনুষ্ঠিত হয় বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার ব্রাসেলস-ঢাকা-ব্রাসেলস এয়ারটিকেট।
বিডি প্রতিদিন/হিমেল