জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নবনির্বাচিত মহাপরিচালক কো দোংইয়ুর সঙ্গে বৈঠক করেছেন নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এফএও মহাপরিচালক ৪ সেপ্টেম্বর রোমে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে ড. ইউনূসকে আমন্ত্রণ জানান। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে “এফএও-ইউনূস প্রজেক্ট” নামে একটি যৌথ সামাজিক ব্যবসা প্রকল্প নিয়ে আলোচনা ছিল এই বৈঠকের উদ্দেশ্য। প্রকল্পটিতে অর্থায়ন করছে ইতালিয়ান সরকার।
খাদ্য ও কৃষি সংস্থার সাথে এই বৈঠকে প্রফেসর ইউনূস বিশেষ করে পরিবেশগত সংকট ও গ্রামাঞ্চলে তরুণ উদ্যোক্তা সৃষ্টির প্রয়োজনের প্রেক্ষাপটে কৃষির ভবিষ্যৎ নিয়ে তার মতামত তুলে ধরেন যাতে চাকরির খোঁজে গ্রাম থেকে তরুণদের শহরে অভিবাসনের গতি কমিয়ে আনা যায়।
উল্লেখ্য যে, ড. ইউনূসের সহায়তায় ইতোপূর্বে খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক “এফএও-নোবেল লরিয়েট অ্যালায়েন্স ফর ইর্যাডিকেটিং হাঙ্গার” প্রতিষ্ঠা করা হয়। তিনি নতুন মহাপরিচালকের সাথে এই অ্যালায়েন্সের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। মহাপরিচালক “এফএও-ইউনূস প্রজেক্ট” উদ্বোধন করতে নোবেল লরিয়েটের সাথে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফরের আগ্রহ ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/ফারজানা