টরন্টো সফররত বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী কানাডা থেকে সম্প্রচারিত বাংলাদেশি মালিকানায় পরিচালিত 'নন্দন' টেলিভিশনের নবনির্মিত স্টুডিও পরিদর্শন করেছেন। এসময় 'নন্দন' টেলিভিশনের সিইও ও এমডি উৎপল দেবনাথ মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্টুডিওতে স্বাগত জানান।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী 'নন্দন' টেলিভিশনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি নন্দন টেলিভেশনের কার্যক্রমকে উৎসাহ দিয়ে বলেন, উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের অগ্রগতি দেখে তিনি মুগ্ধ।
তিনি বলেন, নন্দন টেলিভিশন নিজস্ব স্টুডিও নির্মাণ করে কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। নন্দন টেলিভিশন প্রবাসীদের কল্যাণে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এবং বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যগন এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ