শিব শংকর পাল। যিনি একমাত্র বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিয়ে ইতিমধ্যে বিরল রেকর্ড গড়েছেন। তারই ধারাবাহিকতায় শনিবার সুইজারল্যান্ডের বেরনার ওভারল্যান্ডের আন্তর্জাতিক ইয়ুংফ্রাউ ম্যারাথনে ব্যক্তিগত ১০৭ আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নিলেন।
পাহাড়পর্বত ডিঙানোর ৪২.৩ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন শেষ করতে বাংলাদেশি এই দৌড়বিদ সময় নিয়েছেন ৫ ঘণ্টা ১৫ মিনিট।
সমুদ্রপৃষ্ট থেকে ৪০০০ মিটার উচুতে অনুষ্ঠিত বিশ্বখ্যাত এই ম্যারাথনে অংশ নিয়ে দেশের পতাকা উড়াতে পেরে বরাবরের মত খুশি ঢাকার নবাবগঞ্জের শিব শংকর পাল। লক্ষ্য আপাতত সামনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ম্যারাথনগুলোতে অংশ নিয়ে দেশের হয়ে ব্যক্তিগত রেকর্ড সমৃদ্ধ করা।
বিডি প্রতিদিন/আরাফাত