ইতালীর ভেনিসে বাংলাদেশ সমিতির আয়োজনে নৌবিহার ও দ্বীপ ভ্রমনে যায় সমিতির নেতৃবৃন্দ। ভ্রমণের শুরুতেই সংগঠনের সভাপতি মুজিবুর রহমান সরকার সকলকে ক্যাপ্টেন ক্যাপ পরিয়ে দেন।
জলকন্যার শহর খ্যাত ভেনিস নগরীর পাঁচটি দ্বীপে নৌ ভ্রমণ করা হয়। খাবারের আয়োজনে ছিল সকালের নাস্তা, সম্পূর্ণ ইতালিয়ান শেপের দ্বারা পরিবেশিত জাহাজের ভিতরের রেস্টুরেন্টে দুপুরের খাবার, বিকালের খাবার।
দিনের শুরুতে আবহাওয়া প্রতিকূলে না থাকলেও পরবর্তীতে অনেকটাই ভালো দেখা যায়। দুপুরের খাবারের আগে এবং পরে বিভিন্ন দ্বীপ ঘুরে দেখা, নাচ, গান এবং আনন্দ উল্লাসে ভরপুর ছিল জাহাজের সকল ভ্রমণ প্রেমীদের মধ্যে। দুপুরের খাবারের পর প্রতিযোগিতামূলক লাকী কুপনের মাধ্যমে সকলকে চমক লাগিয়ে দেওয়া হয়। জয়ীদের মাঝে সর্বমোট ৭ টি পুরষ্কার বিতরণ করা হয়।
সকাল থেকে সন্ধ্যা সারাদিনের ভ্রমন শেষে এক্সপো ভেনিসের একটি দ্বীপে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। সংগঠনের সভাপতি মোঃ মজিবুর রহমান সরকার, সাধারণ সম্পাদক কাজি আব্দুল্লাহ আল বাকি রোনাক, সাংগঠনিক সম্পাদক নেমাল চৌধুরী, উপদেষ্টা মাহাবুবুর রহমান, উপদেষ্টা কুদ্দুস চৌধুরী, উপদেষ্ঠা আব্দুল বারীসহ অন্যান্য নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরবর্তীতে ইন শা আল্লাহ এর চেয়ে আরো ভালো বনভোজন উপহার দিবে বাংলাদেশ সমিতি ভেনিস।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ