নির্মাণাধীন ভবনে কাজের সময় মাথায় নির্মাণ সামগ্রী ইট (তাবুক) পড়ে আলমগীর হোসেন (৩৯) নামের এক বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় মহোররক কিংস হামাদ হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ কাজের প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার। মৃতদেহ দেশে প্রেরণে আইনী সকল প্রক্রিয়া সম্পন্নের জন্য নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আলমগীর চাঁদপুর জেলার, ফরিদগঞ্জ উপজেলার ৪-নং ওয়ার্ডের দক্ষিণ কারাইতলীর সিরাজুল ইসলামের ছেলে।
নিহতের স্বজন ও দূতাবাস সূত্রে জানা যায়, আলমগীর একটি কোম্পানিতে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। তিনি বুরী এলাকায় থাকতেন। প্রতিদিনের মতো আলমগীর গত ১৮-অক্টোবর মহোররক নামক স্থানে কাজে যোগ দেন। কর্মবিরতির সুযোগে নামাজ পড়তে ওযুর পানি আনতে যাওয়ার সময় অন্য শ্রমিকেরা মেশিনের সাহায্যে ইট(তাবুক) উপরে তোলার সময় অসাবধানতা বসত তার মাথায় পড়ে যায়। এতে মারাত্মক জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক মালিক পক্ষ দ্রুত স্থানীয় মহোররক কিংস হামাদ হাসপাতালে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন