ইতালির ভেনিসে কিশোরগঞ্জ জেলা সমিতি গঠনের লক্ষ্যে ভেনিসে বসবাসরত প্রবাসী ভৈরববাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদুল্লাহ ও আবুবক্কর এর পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোবারাক হোসেন। উপস্থিত প্রবাসীরা কিশোরগঞ্জ জেলা সমিতি গঠনের লক্ষ্যে নানান দিক নিয়ে আলোচনা করেন এবং সকলের ঐক্যমতে ভেনিসে কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যকে তুলে ধরতে একটি জেলা সমিতি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুব শীঘ্রই একটি বৃহৎ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হবে বলে মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন কাজী আব্দুল মান্নান, নাজিমুদ্দিন মিয়া, মোস্তাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, সোলেমান হোসেন, রাসেদ মিয়া, সেলিম জাভেদ, লোকমান মোহাম্মদ, মোবারক হোসেন, রতন মিয়া, সুজন মোহাম্মদ, আবুল কাসেম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মামুন মিয়া, রাসেদ ভুইয়া, ডালিম মিয়া, সেন্টু মিয়া, সোহেল মিয়া, আজিজুল মিয়া, মোখলেচুর রহমান জনি, শৈরভ হোসেন, মিজান মিয়া, সবুজ সারওয়ার, শাহাদাত হোসেন প্রমূখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ