২৩ অক্টোবর, ২০১৯ ১১:৪৫

মিশিগান জাসাসের সভায় খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদারের সংকল্প

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

মিশিগান জাসাসের সভায় খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদারের সংকল্প

মিশিগান জাসাসের সভায় নেতৃবৃন্দ। ছবি-এনআরবি নিউজ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন জোরদারকল্পে মিশিগানে বড় ধরনের একটি শো-ডাউনের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে ২০ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় মিশিগান স্টেট জাসাসের উদ্যোগে এক সভা হয়েছে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে। 

সভায় সভাপতিত্ব করেন মিশিগান জাসাসের সভাপতি রিয়াজ আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হোসেন শোভন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সহ-সভাপতি এনাম উদ্দিন শাহেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান রুমন। 

নেতৃবৃন্দ আলোচনাকালে বিশেষভাবে উল্লেখ করেন যে, এই প্রবাসেও আন্দোলন রচনা করতে হবে। অন্যথায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তির পথ সুগম হবে না। 

জাসাস নেতা এনাম উদ্দিন শাহেদ বলেন, ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নেতা-কর্মীর সাথে জাসাসের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে হবে আন্দোলনের পথবেয়ে। 

এই কর্মসূচির আগেই মিশিগান স্টেট জাসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ওপরও সকলে একমত পোষণ করেন। 

গুরুত্বপূর্ণ এ সভায় নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন- মিশিগান স্টেট জাসাসের সিনিয়র সহ-সভাপতি হেলাল আবেদীন, সহ-সভাপতি আফজালুর রহমান এবং আনোয়ার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম শামিম, জাসাসনেতা আফাজউদ্দিন, মো.শাহজাহান হিটলার, সাজউদ্দিন,সেলিম আহমদ, আব্দুল মুকিত পন্নী, পারভেজ আহমেদ সরোয়ার আহমেদ, সাইফুল আলম খান, মন্নান আহমেদ, খালেদুর রহমান, সৈয়দ রুবেল, শামসুল হুদা পাশা প্রমুখ। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর