দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নুর হোসেন সুমন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ( ২৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় আফ্রিকার পুমালাংগায় নিজের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন সুমন। এসময় দেশটির কয়েকজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুমন ফেনী সদর উপজেলার কালিদাহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের আবুল কাশেম সওদাগরের ছেলে।
নিহতের পরিবার জানান, এক মাস আগে তাদের দুটি দোকানে ডাকাতি হয়েছিল। সেসময় মামলা করা হলে দুই ডাকাতকে আটক করে পুলিশ। সে ঘটনার সূত্র ধরেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল