বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে প্রবাসী কুমিল্লা জেলা যুবদল।
শুক্রবার রাতে রিয়াদের বদর আল সামা হলরুমে প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মহসিন আলম শান্ত ও প্রচার সম্পাদক তানভীর আহমেদ রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সভাপতি সৈয়দ জাকির হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সভাপতি তালুকদার আব্দুর রহমান বেলাল। প্রধান বক্তা ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসাইন ডালিম।
বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন।
প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোস্তফা কামাল, প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আল-আমীন সরকার, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) হাজী আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক (উত্তর) ওমর ফারুক খান, প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের উপদেষ্টা আল মামুন, বিএনপি নেতা ওলি উল্লাহ বেপারী, প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মাসুম, সহ-সভাপতি সাইফ রেজা ভুইয়া, সাইজুদ্দিন মামুন, মামুন ভুইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর ইসলাম, সহ সভাপতি বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ।
বক্তব্য দেন প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম, প্রবাসী মনোহরগঞ্জ বিএনপির সহ-সভাপতি আবু সাইদ, প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে।
বক্তারা উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা