"সকলের পদযাত্রা হোক মানবতার কল্যাণে, সত্য ও সুন্দরের জয়গানে"এই শ্লোগানকে সামনে রেখে
ওমানের রাজধানী মাস্কাটের স্পাইছি প্লেসে অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে বহুল প্রতীক্ষিত পটিয়া সমিতি ওমানের পূর্ণাঙ্গ কমিটি। হাজী মোহাম্মদ নাজিম উদ্দিনকে সভাপতি ও মোহাম্মদ আলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনটির নেতারা ওমানে বসবাসরত পটিয়াবাসীসহ অসহায় ও সমস্যাগ্রস্ত ওমান প্রবাসীদের নিঃস্বার্থভাবে সেবা দিয়ে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি তাদের মহৎ এই কর্মে সহযোগিতার জন্য ওমানে বসবাসরত বিত্তবানসহ প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমের সঞ্চালনায় হাজী মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ্ব গাজী আকরাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল হক, টিটু দাশ, ডা. আবদুল মুমিন, একে খাঁন, সেলিম উদ্দিন ও নাজিম সিকদারসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/মাহবুব