১৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:১৪

সিউলে বর্ণিল বসন্তবরণ

অনলাইন ডেস্ক

সিউলে বর্ণিল বসন্তবরণ

বসন্তের আগমনী গান মিলেছে প্রাণের সুরে। আর তাতেই বর্ণিল হয়ে উঠেছে সিউল দূতাবাস পরিবার, ঋতুরাজকে বরণের নান্দনিক সুরের মেলা। বসন্ত ঋতুর আগমন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস সিউল পরিবারের বসন্ত বরণ উৎসব উদযাপন করে বসন্তের নানা গানে।

সোমবার বিকাল ৫টায় দূতাবাসের হল রুমে বসন্ত বরণের এই অনুষ্ঠান শুরু হয়, সমাপ্তি ঘটে বিকাল ৬টায়। অনুষ্ঠান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ গানে গানে কবিতা আবৃত্তির মাধ্যমে বসন্তকে বরণ করে নেন।

অনুষ্ঠানে বসন্তের গান নিয়ে যন্ত্রতে সুর তোলেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম, দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান স্যামুয়েল মূর্মু, দ্বিতীয় সচিব মিস্পে সোরেন, কবিতা আবৃত্তি করেন এডমিনিস্ট্রেটিভ অফিসার জাহাঙ্গীর  হোসাইন।

সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত আবিদা বলেন, বসন্তে ফুল ফোটে একই সঙ্গে পাতাও ঝড়ে, আবার সবুজ সতেজতায় নতুনভাবে পল্লবিত হয়। বসন্ত পুরনো প্রকৃতিতে বসন্ত আসে আনন্দ-বেদনা নিয়ে। বসন্ত পুরনো জীর্ণতা ঝেড়ে ফেলে নতুন শক্তি নিয়ে নতুন রূপে আবির্ভাব ঘটার শিক্ষা দেয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর