কুয়েতের তিনটি মোবাইল সংস্থা যথাক্রমে Zain, Ooredoo এবং STC প্রতিটি গ্রাহককে পুরো এক মাসের জন্য পাঁচ জিভি নেট ও প্রতিদিন বিনামূল্যে কথা বলার সুযোগ দেবে।
সরকারের মূখপাত্র তারেক আল-মেজরেম শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।
যোগাযোগ ও তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সিআইটিআরএ) তিনটি মোবাইল অপারেটরের সাথে একমত যে, তারা আগামী ২২ মার্চ, রবিবার থেকে এই পরিষেবাটি সরবরাহ করবে।
বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কুয়েত সরকার কর্তৃক করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়। বাসাবাড়ি-দোকানপাঠের ভাড়া কমানো, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের বিশেষ ছাড়, বিভিন্ন স্থানে খাদ্য বিতরণসহ অসংখ্য যুগোপযোগী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন