কুয়েতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এ নিয়ে কুয়েতে করোনা শনাক্ত হয়েছে মোট ১৯৫ জনের। আজ বুধবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
এই মুহূর্তে সর্বশেষ খবর অনুযায়ী ১৯৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। চিকিৎসারত আছেন ১৫২ জন, এর মধ্যে ছয় জন আইসিইউতে আছেন। এখন পর্যন্ত কোনো মৃতের ঘটনা ঘটেনি। সর্বশেষ খবর অনুযায়ী কোয়ারেন্টাইনে আছেন ২১১ জন।
সূত্র : আরব টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক