২৮ মার্চ, ২০২০ ১১:৫৬

বাহরাইনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বাহরাইন প্রতিনিধি:

বাহরাইনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে স্বল্প পরিসরে স্থানীয় মানামা দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উদযাপন করেন বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।

পরে দূতাবাস অডিটোরিয়ামে পবিত্র কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করেন দিবসের এক বিশেষ আলোচনা সভা। বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সবাই ও সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে পালন করা হয় এক মিনিট নিরবতা। এ সময় পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণীসমূহ।

বাণীগুলো পাঠ করেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম ও লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনা বিশেষ দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মোহাম্মদ আশরাফুর রহমান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর