শুক্রবার মাদ্রিদে বসবাসরত অবৈধ বাঙালিদের মাঝে আনুষ্ঠানিক ভাবে খাদ্যসামগ্রী বিতরণ করল স্পেন আওয়ামী লীগ৷
বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিরূপ প্রাদুর্ভাবে স্পেনে বসবাসরত অবৈধ বাঙালিদের মাঝে বিরাজ করছে এক চরম হতাশা৷ সকলে ঘরে বন্দী হয়ে জীবনযাপন করছে৷ বন্ধ হয়ে গেছে রোজগারের পথ৷ অনেকের ঘরে খাদ্য সংকটও দেখা দিয়েছে৷ এমতাবস্থায় স্পেন আওয়ামী লীগ এবং সেনট্রো কুলতুরাল দে বাংলাদেশ এন এসপানিয়া যৌথভাবে এসকল বাঙালি রেমিটেন্স যোদ্ধা ও অসহায় পরিবারদের পাশে খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়৷ বেশ কিছুদিন ধরে স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে তালিকাবদ্ধ হতে থাকে ক্ষতিগ্রস্ত এসকল মাদ্রিদ প্রবাসী বাঙালিদের নাম৷ পরে স্পেন আওয়ামী লীগ কিছু পরিবারসহ তালিকাবদ্ধ প্রায় ২৮০ জনের মাঝে অত্যন্ত গোপনীয় ভাবে, টাইম সিডিউল মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য দ্রব্য বিতরণ করে৷ জনপ্রতি ৫ কেজি বাসমাতি চাল, ২ কেজি মসুরের ডাল, ৩ লিটার দুধ, ১ লিটার তেল, ১ কেজি খেজুর, ৩ কেজি পেয়াজ এবং ৩০ টি ডিম বিতরণ করা হয়৷
স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন, সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম এবং সহ সভাপতি একরামুজ্জামান কিরনের প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বে মানবিক কাজটি সম্পন্ন হয়৷
এ সময় স্পেন আওয়ামী লীগ সভাপতি রবিন বলেন, রমজানের শুরুতে আমরা ক্ষতিগ্রস্ত বাঙালি ভাইদের মাঝে কিছু উপহার সামগ্রী বিতরণ করতে পেরে অত্যন্ত আনন্দিত৷ স্পেন আওয়ামী লীগ অতীতের ন্যায় বর্তমান এবং ভবিষ্যতে আপনাদের পাশে থেকে সকল দুর্যোগের মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে৷ আপনাদের যেকোন প্রয়োজনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি৷
স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম বলেন, বিশ্ব মানবতার নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমরা সবাই নিজেদেরকে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত রাখব৷ সমাজে অনেক ব্যক্তি রয়েছেন যারা না খেয়ে থাকলেও কারো কাছে হাত পাততে দ্বিধাগ্রস্ত হন৷ আমাদের সকলের উচিত, নিজ নিজ অবস্থান থেকে এসব ব্যক্তির একটি তালিকা করে গোপনে উপহার সামগ্রী তাদের দ্বারে পৌঁছে দেওয়া৷ তিনি সমাজের সকল বিত্তবানদের কে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানান৷
দিনব্যাপী এ খাদ্য বিতরণ কর্মসূচীতে স্পেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও স্পেন ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন৷
এসময় উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের অন্যতম নেতা বদরুল আলম, বিশিষ্ট সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা দবির তালুকদার, স্পেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ আকতারুজ্জামান, জাহিদুর রহমান দিদার, আইন ও অভিবাসন সম্পাদক এ্যাড. তারিক হোসেন, কোষাধ্যক্ষ জানে আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজি ও বাপ্পী রহমান নাবিল সহ আরও অনেকে৷
মাদ্রিদের বিশিষ্ট সাংবাদিক বকুল খান ও রাজিউদ্দীন রাজু স্পেন আওয়ামী লীগের মানবিক এ কার্যক্রম পরিচালনা কালে স্বশরীরে উপস্থিত থেকে ভূয়সী প্রশংসা করেন এবং স্পেন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানান৷
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন