করোনায় আক্রান্ত হয়ে গতকাল রবিবার যুক্তরাষ্ট্রে আরও ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের দু’জন নিউইয়র্কে এবং একজন ভার্জিনিয়ায়।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে স্বজনরা জানান, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ট্রাফিক এনফোর্সমেন্ট বিভাগের সুপারভাইজার আহসান মোহাম্মদ (৪৬) মারা গেছেন ম্যানহাটানের আইনস্টাইন হাসপাতালে। চাঁদপুরের সন্তান আহসান দুই সপ্তাহ আগে ভর্তি হয়েছিলেন ঐ হাসপাতালে। তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।
একইদিন ভোররাতে লং আইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেছেন শতবর্ষী আব্দুন নূর। সিলেটের সন্তান আব্দুন নূর বেশ কয়েক সপ্তাহ যাবত ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর দুদিন আগে নূর মোহাম্মদের বেয়াইও মারা গেছেন। রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার স্প্রিফিল্ডের বাসিন্দা খাদিজা বেগম (৭১) মারা গেছেন। এ নিয়ে ওয়াশিংটন মেট্রো এলাকায় মারা গেলেন ৫ বাংলাদেশি। অপরদিকে, গোটা যুক্তরাষ্ট্রে ১৭৮ প্রবাসীর প্রাণ গেল মহামারি করোনায়।
নিউইয়র্কে শনিবার মারা গেছেন মোট ৩৬৭ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৪৩৭। স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই মৃত্যুর হার যেমন কমেছে, একইভাবে হাসপাতালে ভর্তি এবং ভেন্টিলেটরে যাবার ঘটনাও সন্তোষজনকভাবে কমছে। রবিবার রাত ১০টা পর্যন্ত আমেরিকায় করোনায় মারা গেছেন ৫৫ হাজার ৪১৩ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণহানী ঘটেছে ১৩৩০ জনের। জন হোপকিন্স এবং ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এসময়ে আক্রান্ত হয়েছে মোট ৯ লাখ ৮৭ হাজার ১৬০ জন। আরোগ্য লাভ করেছে ১ লাখ ১৮ হাজার ৭৮১ জন।
বিডি প্রতিদিন/হিমেল