৩১ মে, ২০২০ ০৯:৪২

জার্মানির গির্জায় মুসলিমদের নামাজ আদায়

বিটু বড়ুয়া, বার্লিন, জার্মানি

জার্মানির গির্জায় মুসলিমদের নামাজ আদায়

করোনা মোকাবিলায় বেশ দক্ষতার পরিচয় দিয়েছে জার্মানি। দেশটিতে বসবাসরত মোট জনসংখ্যার ৬ শতাংশ মুসলিমদের বিরাট একটা অংশ বসবাস করেন রাজধানী বার্লিনে। করোনার বিধিনিষেধের কারণে অনেক মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় এবং বিভিন্ন মসজিদ বন্ধ থাকায় মুসল্লিরা নামাজ আদায় করতে পারছিলেন না। এবার তাদের কথা চিন্তা করে বার্লিনের সার্বজনীন এভাংগিলিউম মার্থা গির্জা কমিটি ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। রাজধানীতে বসবাসরত ধর্মপ্রাণ মুসলিমরা যাতে সুশৃংখলভাবে নামাজ আদায় ও ইবাদত বন্দেগী করতে পারেন সেজন্য  খুলে দেয়া হয়েছে গির্জা।

এদিকে গির্জায় প্রথমবারের মত নামাজ পড়তে এসে দারুন খুশি এক মুসল্লি৷ তিনি জানান, এ অভিজ্ঞতা দারুণ। এতে সম্প্রীতি বাড়ে।

প্রথমবারের মত গির্জায় নামাজে ইমামতি করতে পেরে ইমাম বলেন, এই মহান উদ্যোগ বিশ্বে উদাহরণ সৃষ্টি করবে। এটা ইসলামের জন্য বিশেষ সম্মানের। 

এদিকে করোনার মহাসংকটে ভিন্ন ধর্মের মানুষের জন্য কিছু একটা করতে পেরে খুশি মার্থা গির্জার পাদ্রী মনিকা মাথিয়াস। তিনি বলেন, করোনার মহাসংকটে এখন আমরা সবাই অসহায়, তাই মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই এমন সিদ্ধান্ত। এতে বিশ্বে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা বাড়বে। পৃথিবী হবে শান্তির।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর