৭ জুন, ২০২০ ১১:৩৫

কৃষ্ণাঙ্গ হত্যা; মার্কিন বিচার ব্যবস্থা সংস্কারের দাবি

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

কৃষ্ণাঙ্গ হত্যা; মার্কিন বিচার ব্যবস্থা সংস্কারের দাবি

জর্জ ফ্লয়েডের মতো আর কোন আমেরিকানের প্রাণ যাতে কেড়ে নেয়ার সুযোগ না থাকে, সেজন্যে ক্রিমিনাল বিচার ব্যবস্থায় সংস্কারের দাবিতে যুক্তরাষ্ট্রের অর্ধ শতাধিক সিটিতে দ্বাদশ দিবসের মত শনিবারও লাখো জনতার বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ স্লোগানে সরব এ কর্মসূচির সময় অনেক স্থানেই ছিল না পুলিশের বাড়াবাড়ি। হোয়াইট হাউজের সামনে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা সড়কসহ লিংকন মেমরিয়্যাল পার্কে ৫ লাখের অধিক আমেরিকানের সমাগম ঘিরে দেখা যায়নি পুলিশের কোন বাড়তি উপস্থিতি।

সবকিছু ছিল স্বাভাবিক এবং প্রায় সবগুলো কর্মসূচিই অহিংস নীতিতে একেবারেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে আন্দোলনের মেজাজ নতুন রূপ লাভে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, ২৫ মে ২০ ডলারের জাল নোট দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে। গ্রেফতারের পর পুলিশী হেফাজতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে শুরু হয়েছে বর্ণবাদবিরোধী আন্দোলন।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর