৭ জুলাই, ২০২০ ১২:৪১

লকডাউন শিথিলের তৃতীয় ধাপে নিউ ইয়র্ক

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র


লকডাউন শিথিলের তৃতীয় ধাপে নিউ ইয়র্ক

১০৯  দিন পর নিউইয়র্ক সিটির অর্থনৈতিক কর্মকাণ্ড সচলের তৃতীয় ধাপে পদার্পণ করলো ৬ জুলাই। এখন থেকে থেরাপি সেন্টার, বিউটি পার্লার, নখ কাটার দোকান খোলা থাকবে। এসব প্রতিষ্ঠানের অর্ধেক অংশ ব্যবহার করতে হবে অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে, সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। তবে বার/রেস্টুরেন্টের ভেতরে বসে খাবারের অনুমতি মেলেনি। কারণ, ইতিপূর্বে লকডাউন শিথিলের পর যেসব স্টেটে পুনরায় সংক্রমণের হার বেড়েছে, সেগুলোর অন্যতম প্রধান কারণ হচ্ছে রেস্টুরেন্ট/বার।

তৃতীয় ধাপে বেসবল, টেনিস, সফ্ট বল, হকি খেলা চলবে। ব্যায়ামাগারও খোলা যাবে। তবে দর্শনার্থীর সমাগম ঘটানো চলবে না।

উল্লেখ্য, এর আগে ৮ জুন এই সিটিতে লকডাউন উঠিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড সচলের দ্বিতীয় ধাপ শুরু হয়। সে সময় খোলা হয় চুল কাটার দোকানসহ অফিস পল্লী। রেস্টুরেন্টের বারান্দায় চেয়ার-টেবিল বসিয়ে খাবারের অনুমতিও দেয়া হয়। দোকান-পাট খোলা হয়েছে। তবে সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা আছে।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ২৩৩ বাংলাদেশির প্রাণ ঝরেছে এই সিটিতে। এখনও বেশ কিছু প্রবাসী হাসপাতাল অথবা নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর