যথাযোগ্য মর্যাদায় বেলজিয়াম রাজধানী ব্রাসেলসে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। তবে এবার করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করে বেলজিয়াম আওয়ামী লীগ।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিনম্র শ্রদ্ধায়, স্পাইস গ্রিল রেস্টুরেন্টে শোক দিবস পালন করা হয়। শহীদুল হকের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় অনুষ্ঠিত এই শোক সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি বিধান দেব, সহসভাপতি জহির খান, সাংগঠনিক সম্পাদক বাদশা, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজ।
বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে কাজ করার আহ্বান জানান।
এছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, এন্তরপ আওয়ামী লীগের আহ্বায়ক শেখ সেলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল