অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে সিডনিতে জুমের মাধ্যমে অনলাইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিম সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে অনলাইনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এমপি।
সভায় বক্তব্য রাখেন শফিকুর রহমান অনু (অকল্যান্ড), এমদাদ হক, লাইলাক শহীদ, ফয়সাল মতিন, ইহতেশামুল কবির পিকলু, অনুপ মন্ডল, মশিউর রহমান হৃদয়, মোহাম্মদ মুনীর হোসেন, আইভি রহমান, নোমান শামীম, তারিক বাপ্পী, মামুন হক, জামির আহমেদ, মেহেদী হাসান, অভিক সরকার, ওবায়েদুল হক, রাকসান্দ কামাল, ফাহাদ আসমার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ত্যাগের আদর্শ, ভোগের নয়। যারা আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দেশে-বিদেশে দুর্নীতি-প্রতারণার সাথে জড়িত, তাদের দলের সর্বস্তর থেকে বহিষ্কার করে দলে শুদ্ধি অভিযান দরকার।
সবাইকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করে যেতে হবে। বৈশ্বিক মহামারীর প্রেক্ষিতে করোনা পরিস্থিতি সাহস এবং দক্ষতার সাথে মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।
বাংলাদেশের চলমান উন্নয়নকে টেকসই করবার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ও সমর্থকদের আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা সব ধরনের বিভেদ ভুলে অস্ট্রেলিয়ায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তোলার জন্য সকল কর্মীদের প্রতি আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন