কাতারে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের নিয়ে আগামী দুই বছরের জন্য কাতার বাংলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়েছে।
দোহার একটি অভিজাত হোটেলে এই কমিটি ঘোষণা করা হয়।
আরটিভি কাতার প্রতিনিধি ই এম আকাশকে সভাপতি, বাংলা টিভি কাতার বিশেষ প্রতিনিধি আকবর হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক এবং ডিবিসি নিউজ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের কাতার প্রতিনিধি আমিন ব্যাপারীকে সাংগঠনিক সম্পাদক করে কাতার বাংলা প্রেসক্লাব নামে নতুন এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ।
কমিটির অন্যান্য হলেন, বাংলা ভিশনের মধ্যপ্রাচ্য বিশেষ প্রতিনিধি গোলাম মাওলা হাজারী (সহ-সভাপতি), বাংলা ভিশন কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন (সহ-সভাপতি) ও নিউজ টুয়েন্টিফোর কাতার প্রতিনিধি মামুনুর রশীদ (সহ-সভাপতি), জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালামকে (যুগ্ম সাধারণ সম্পাদক), যমুনা টিভি কাতার প্রতিনিধি আবু হানিফ রানাকে অর্থ ও দপ্তর সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে পর্যবেক্ষক সদস্য হিসেবে স্থান পেয়েছেন সবুজ মল্লিক, আহসান উল্লাহ সজিব, শেখ ফারুক, মানিক চৌধুরী ও মহিউদ্দিন চৌধুরী। প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসী গণমাধ্যমকর্মীরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন