৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০৩

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভা

আনিসুল হক, ভিয়েনা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে 'শেখ হাসিনা: মুক্তির বহ্নিশিখা' শীর্ষক সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মজিবুর রহমান। সঞ্চালনায় তাকে সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার হেদায়েতউল ইসলাম শেলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জননেতা তোফায়েল আহমেদ। আলোচক ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মণি, তথ্যমন্ত্রী যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।

এই ভার্চুয়াল সভায় ইউরোপের সব দেশের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য দেন। এর মধ্যে ছিলেন এমএ কাশেম, জাহাঙ্গীর করির, মোহাম্মদ ইদ্রিস ফরাজী, বসিরুল আলম চৌধুরী সাবু, খোকন শরীফ, এস আর আই রবিন, খন্দকার হাফিজুর রহমান নাসিম, মোস্তফা মজুমদার বাচ্চু, মান্নান মাতব্বর, শাহাদাত হোসেন তপন, জহিরুল ইসলাম জসিম, বেলাল হোসেন, মশিয়ার রহমান, ডা. ফরহাদ আলী খান, হাসান ইকবাল, দিলওয়ার হোসেন কয়েস, মাইনুল ইসলাম, রিজভী আলম, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূইয়া, মোস্তফা জামান, মুরাদ খান, আব্বাস আলী চৌধুরী, বাবুল হাওলাদার, মাহবুবুর রহমান, ইকবাল আহমেদ লিটন, বিদ্যুৎ কার্ল, মোস্তাফিজুর রহমান, শওকত ওসমান, রাজিব দাস প্রমুখ। 

অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সি.আর.আই.)।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন ও এগিয়ে চলা বাংলাদেশের একটি তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর