লসএঞ্জেলেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় লসএঞ্জেলেসের বাংলাদেশি অধ্যুষিত নয়া কিচেন রেস্টুরেন্টে ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কন্সাল জেনারেল তারেক মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র্র আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তাইন দারা বিল্লাহ।
পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র ত্রিপিটক পাঠের পর এক মিনিট নিরবে দাঁড়িয়ে সকল শহীদের আত্মার প্রতি সম্মান জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ও তাঁর সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের তালিকা তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান, সিনিয়র সহসভাপতি শামীম হোসেন, সহসভাপতি নাজমুল চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. রবি আলম, সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ ফারিস, উদদেষ্টা ফিরোজ আলম, সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, সাহানা পারভীন, জহির আহমেদ, অসিতি বড়–য়া, নাহিদ হাসান রুবেল, আমিরুল আলম বাবলু, সিটি আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন টিপু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কন্সাল জেনারেল তারেক মাহমুদ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বর্ণনা দেন এবং বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারী হিসাবে যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজ মোহাম্মদ হাই। সঞ্চালনা করেন সোহেল ইসলাম। শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া পরিচালনা করেন শফিকুর রহমান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলে মিলে জন্মদিনের কেক কাটেন।
বিডি প্রতিদিন/হিমেল