কুয়েতে পৌঁছেছে ফাইজারের করোনার ভ্যাকসিনের ১ লাখ ৫০ হাজার ডোজ। বেলজিয়াম থেকে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে কুয়েতে এসে পৌঁছেছে প্রথম চালানটি।
এই সপ্তাহের শেষের দিকে টিকাদান প্রক্রিয়া শুরু করার জন্য মিশরেফ মেলাভূমিতে স্থানান্তর করা হবে বলে জানা গেছে। এতে ৭৫ হাজার লোক উপকৃত হবেন।
একটি সংবাদে জানা যায়, প্রথম ধাপে চার ভাগে বিভক্ত করে দেয়া হবে ভ্যাকসিন। চিকিৎসা পেশাদারদের প্রথমে অগ্রাধিকার দেয়া হবে, পাশাপাশি ৬৫ বছরের উপরে যাদের বয়স এবং ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে ভ্যাকসিন।
ইতিমধ্যে ৭৩ হাজার ৭০০ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।
বিডি প্রতিদিন/এমআই