কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে এশিয়ান ডেজার্ট লিগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে শুক্রবার বাংলদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং আফগানিস্তানের ২৮টি দল অংশগ্রহণ করে এই খেলায়।
এতে উপস্থিত ছিলেন কুয়েত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, উপদেষ্টা হুমায়ুন আলী, মীর মোশাররফ হোসেন, সাংবাদিক মঈন সুমন ও খেলার নির্বাহী পরিচালক শেখ মনিরসহ অসংখ্য সুধীজন ও দর্শক।
আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন খেলায় অংশগ্রহণ করা বিভিন্ন দেশের খেলোয়াড়রা। আগামীতেও এমন আয়োজনে অংশগ্রহণ করার আশা ব্যক্ত করেন।
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, তাদের আয়োজনে এশিয়ান ডেজার্ট লিগ ক্রিকেট টুর্নামেন্টে বিভিন্ন দেশের অস্বাভাবিক সারা পেয়েছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তেমন বড় করতে চাননি। এরপরেও বিভিন্ন দেশের ২৮টি দল অংশগ্রহণ করেছে।
বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশগ্রহণ করছে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই খেলায়, এটা অবশ্যই প্রশংসাযোগ্য। এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সাথে বিভিন্ন দেশের প্রবাসীদের ভ্রাতৃত্ব বন্ধনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ প্রবাসীরা।
বিডি প্রতিদিন/এমআই