এবারের বইমেলায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার প্রযুক্তি-উদ্ভাবক ফাহিম সালেহ’র জীবন-কর্ম-উদ্ভাবন নিয়ে বই প্রকাশ করছে ‘অন্যপ্রকাশ’। বইটির নাম ‘ফাহিম সালেহ : স্বপ্নের কারিগর’। ফাহিমের পোট্রেট এঁকেছেন শামসুদ্দোহা। প্রচ্ছদ ও অঙ্গসজ্জায় মাসুম রহমান। সম্পূর্ণ অফসেট কাগজে আর রঙিন ছবি নিয়ে বইটি রয়েল সাইজে প্রকাশিত হয়েছে। মূল্য ৭০০ টাকা।
বইটিতে দেশ-বিদেশের পঁচিশ জন লেখকের লেখা স্থান পেয়েছে। লিখেছেন নিউইয়র্ক টাইমস-এর পুলিৎজার বিজয়ী সাংবাদিক উইলিয়াম কে রাশবাম এবং সিএনএন ও ওয়াশিংটন পোস্টের সাংবিদকরা, পূরবী বসু, তাসলিমা নাসরিনসহ আরও অনেকে।
বাংলাদেশি সাংবাদিকরা প্রযুক্তির প্রসারে এবং বাংলাদেশের স্টার্টআপ অঙ্গনে ফাহিমের অবদান তুলে ধরেছেন। নাইজেরিয়ান সাংবাদিকরা লিখেছেন নাইজেরিয়ায় নতুন প্রযুক্তির প্রসারে ফাহিমের অবদান নিয়ে। রয়েছে ফাহিম সালেহর বড় বোন রুবি এঞ্জেলা সালেহ’র লেখা ''Mourning My Baby Brother Fahim' এর বাংলা অনুবাদ।
ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমদ লিখেছেন বেশ কয়টি স্মৃতিকথা। যা বইটির মূল্যবান সংযোজন। ফাহিমের নিজের তিনটি লেখা, নতুন আইডিয়া নিয়ে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তরুণ উদ্যোক্তাদের দারুণ ভাবে সাহায্য করবে। এছাড়া, ফাহিমের আঁকা বেশ কয়টি শিল্পকর্মও স্থান পেয়েছে বইটিতে।
বইটির সম্পাদনা করেছেন ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ফাহিম আমাদের আজকের ও ভবিষ্যতের তরুণদের জন্য উজ্জ্বল উদহারণ। নিজের সফলতাকে অন্যদের জন্য কাজে লাগাবার প্রবল ইচ্ছা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে নতুন প্রযুক্তি পৌঁছিয়ে দেয়ার নিরলস প্রচেষ্টা ফাহিমকে সাধারণ মানুষের মনে স্থান করে দিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার