বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওমান বিএনপি।
সংগঠনটির পক্ষে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে ওমান বিএনপির সভাপতি হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক জহির হোসেন রাজা সাক্ষরিত শোক বার্তা প্রকাশ করেছে ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
শোক বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপোষহীন এই নেতার মৃত্যুতে দল ও জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে ওমান বিএনপি। এছাড়াও প্রকাশিত শোক বার্তায় অসাধারন প্রতিভাধর ও মেধাবী এই রাজনীতিকের মৃত্যুতে ওমান বিএনপি দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত