সুনামগঞ্জে শাল্লা উপজেলার সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কানাডার ক্যালগেরিতে বসবাসরত সিলেট প্রবাসীরা। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ কাদির, সিলেট এসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি রুপক দত্ত, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা কিরন বনিক শংকর।
বিডি প্রতিদিন/ফারজানা