১২ মে, ২০২১ ১১:২০

কুমিল্লা কমিউনিটি অব পর্তুগালের ইফতার ও দোয়া মাহফিল

পর্তুগাল প্রতিনিধি

কুমিল্লা কমিউনিটি অব পর্তুগালের ইফতার ও দোয়া মাহফিল

আটলান্টিক পাড়ের অভিবাসন বান্ধব ও পর্যটন দেশ পর্তুগালের রাজধানী লিসবনে কুমিল্লা কমিউনিটি অব পর্তুগালের উদ্যোগে মঙ্গলবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার ফুড গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন পর্তুগালস্থ বৃহত্তর কুমিল্লার প্রবীণ ব্যক্তিবর্গ, কমিউনিটি ব্যক্তিত্ব, রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী ও সাংবাদিকবৃন্দ। 

এসময় রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মাতৃ মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসেন। 

এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব কবি মোরশেদ কমল, মাতৃ মনিজ জামে মসজিদের সাধারণ সম্পাদক সাজিদ আহমেদ, রাজনৈতিক ব্যক্তিত্ব লিটন কাদেরী, পর্তুগাল অভিবাসন অধিদপ্তরের কর্মরত মঈন উদ্দিন আহমেদ, ব্যবসায়ী কামাল হোসেন, জামাল আহমেদ, স্বপন আহমেদ, ফরহাদ, তারেক প্রমূখ। 

ইফতার আয়োজনের সার্বিক পরিচালনা ও সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী জহিরুল ইসলাম, পর্তুগাল মাল্টিকালচ্যারাল একাডেমির সেক্রেটারি রাসেল আহম্মেদ, সাংবাদিক এনামুল হক, ফজলুর রহমান জুয়েল, সমীর দেবনাথ, সিরাজুল ইসলাম টিটু, মোঃ শফিউল্লাহ প্রমুখ। 
 
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর শান্তি ও করোনা মহামারী থেকে পরিত্রাণ চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলাউদ্দিন।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর