৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করার লক্ষ্যে স্বাগতিক কমিটির এক জুম বৈঠক ৩০ জুন বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন স্বাগতিক কমিটির কনভেনার জি আই রাসেল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব শিব্বীর আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির প্রথম চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত লেখক বিজ্ঞানী ড. নুরান নবী।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, প্রাক্তন চেয়ারম্যান মীর চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান হাসমত মোবিন, প্রাক্তন চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, প্রাক্তন চেয়ারম্যান নাহিদ চৌধুরী মামুন, ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদস্য গোলাম ফারুক ভুঁইয়া, সাদেক খান, আরেফিন বাবুল, মাহবুবুর ভুঁইয়া, ডা. মুহাম্মদ আলী মানিক, জাহিদ হোসেন, এক্সিকিউটিভ কমিটির প্রাক্তন জয়েন সেক্রেটারি রফিক খান, স্বাগতিক কমিটির প্রধান পৃষ্ঠপোষক কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার পারভিন পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনার মজনু মিয়া, সিনিয়র কো-কনভেনার সালেহ আহমেদ, কো-কনভেনার সাইদ এম বাবু, কো-কনভেনার মহিন উদ্দীন দুলাল, জয়েন্ট সেক্রেটারি মনির হোসেন, জয়েন সেক্রেটারি ইমতিয়াজ লতিফ তুষার, সোংস্কৃতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসাইন, সিনিয়র কোর্ডিনেটর আরশাদ আলী বিজয়, কোর্ডিনেটর মামুন খান, সোস্যাল মিডিয়া চেয়ারম্যান মীর রফিক, ভাইস প্রেসিডেন্ট জীবক বড়ুয়া, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, আর্ন্তজাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম কামাল, সিকিউরিটি কমিটির সিনিয়র কো-চেয়ারপার্সন দেওয়ান জমির পলাশ, স্টেজ কমিটির চেয়ারপার্সন আবু সরকার, কো-চেয়ারপার্সন হাসানাত সানি, ড্যান্স আইডল কমিটির চেয়ারপার্সন রোকেয়া হাসি, মিউজিক আইডল কমিটির চেয়ারম্যান নাসের আহমেদ, খন্দকার ইলাহী, গোলাম সাদাত, শিল্পী এম এ শোয়েব, ফরহাদ হোসেন, ড. আনিস রহমান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম মুকুল, ডা. মোহাম্মদ সিরাজ উল্লাহ, নাজনিন আকতার, শামীম চৌধুরী, এনামুল হকসহ প্রায় ৬০ জনেরও বেশি স্বাগতিক কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দ।
সভায় আর্থিকভাবে কিভাবে স্বাগতিক কমিটিকে কিভাবে সহযোগিতা করা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টাবৃন্দরা ফোবানাকে সফল করবার জন্য বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর শুক্র শনি ও রবিবার তিন দিনব্যাপী ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। সম্মেলনের ভেন্যু ওয়াশিংটনের নয়নাভিরাম গেলর্ড রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল কনভেনশন, ন্যাশনাল হারবার, মেরিল্যান্ড।
বিডি প্রতিদিন/আরাফাত