বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ব্যক্তিগত সফরে ৭ জুলাই বুধবার নিউইয়র্কে এসেছেন। এ সময় জেএফকে এয়ারপোর্টে তাকে স্বাগত জানান নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবদুল কাদের মিয়া-সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য, মাসখানেক তিনি নিউইয়র্ক এবং ফ্লোরিডায় অবস্থান করবেন।
এয়ারপোর্টে সমবেত নেতা-কর্মীদের সঙ্গে নানা ইস্যুতে কথা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস গৌরব ও সংগ্রামের। বাংলাদেশের রাজনীতির বটবৃক্ষ আওয়ামী লীগ শুধু দল নয়, কোটি মানুষের অনুভূতি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়ায়।
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, দলের প্রতিটি স্থরের নেতা-কর্মীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়ন-অগ্রগতির রোল মডেল। সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে চলছে অদম্য-অপ্রতিরোধ্য গতিতে শেখ হাসিনার নেতৃত্বে। তাই বলতে হয় যতদিন শেখ হাসিনার হাতে দেশ-পথ হারাবে না বাংলাদেশ।
মোশাররফ হোসেন এমপিকে এয়ারপোর্টে ফুলেল শুভেচ্ছা জানাতে জড়ো হওয়া প্রবাসীদের নেতা আবদুল কাদের মিয়াকে ধন্যবাদ জানান এবং বলেন, কাদের মিয়া একজন মুজিব আদর্শের নিবেদিত প্রাণ, দেশে বিশেষ করে সন্দ্বীপে আবদুল কাদের মিয়া ফাউন্ডেশনের মাধ্যমে করোনাকালিন হাজার হাজার হতদরিদ্রের মাঝে খাবার সামগ্রী, ইফতার-সামগ্রী, নগদ টাকা বিতরণসহ বিভিন্ন উন্নয়ন কাজে ভূমিকা রেখেছেন। দেশ এবং প্রবাসে আওয়ামী রাজনীতির জন্য অনেক পরিশ্রম করছেন। তাকেসহ সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরল আনোয়ার চৌধুরী বাহার, সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, সন্দ্বীপের রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার ইলিয়াস, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি জাফর উল্যা, ফজলুল কাদের, এ টি এম মাসুদ, এ টি এম রানা প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ