১৪ জুলাই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনভর দোয়া-মাহফিল ও তবারক বিতরণ করবে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহায়তায় ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’।
এ উপলক্ষে ৭ জুলাই বুধবার সন্ধ্যায় এক প্রস্তুতি সভা হয় জাতীয় পার্টির। এতে বিস্তারিত আলোচনা করেন ‘এরশাদের মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটি’র আহ্বায়ক আসেফ বারি টুটুল, সদস্য সচিব ওয়াসিম খন্দকার, প্রধান সমন্বয়কারি গিয়াস মজুমদার, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান এবং সেক্রেটারি আবু তালেব চৌধুরী চান্দু।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ৩০ মে জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র ব্যানারে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারই প্রথম প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুবার্ষিকী-কে যুক্ত করা হলো ঐ কর্মসূচিতে। এর ফলে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র সর্বমহলে প্রশংসা উচ্চারিত হচ্ছে। কারণ, অন্য কোন সংগঠনই এখন পর্যন্ত এমন কর্মকাণ্ড পরিচালনায় সক্ষম হয়নি। আরো উল্লেখ্য, এই সংগঠনের সভাপতি হচ্ছেন সাকিল মিয়া এবং সেক্রেটারি মোহাম্মদ আলম নমী। সংগঠনের প্রধান উপদেষ্টা মীর নিজামুল হক এ প্রসঙ্গে এ সংবাদদাতাকে বলেছেন, ‘জ্যাকসন হাইটস হচ্ছে উত্তর আমেরিকায় বাঙালিদের বাণিজ্যিক রাজধানী। এখানে সকল দল আর মতের মানুষের সম্মিলন ঘটছে প্রতিনিয়ত। সে চেতনায় আমরা কাজ করার চেষ্টা চালাচ্ছি। আর এর মধ্যদিয়েই বিভিন্ন দল আর মতের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুসংহত করার কথা ভাবছি।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন