আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন নিউইয়র্কে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের সাথে মতবিনিময়কালে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশেষ একটি স্থানে উপনীত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ গুটিকয়েক উন্নত দেশ তার অসহায় নাগরিকদের নিয়মিত ভাতা প্রদান করে। বাংলাদেশও এক কোটি নাগরিককে মাসিক ভাতা প্রদান করছে। বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে মাসিক ২০ হাজার টাকা করা হয়েছে। এসব গভীরভাবে বিশ্লেষণ করলেই উন্নয়নের মহাসড়কে উঠা বাংলাদেশের প্রকৃত অবস্থান অনুধাবন করা যায়।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘অথনৈতিক ভাবে বাংলাদেশকে ইমার্জিং টাইগার অভিহিত করা হচ্ছে। আমরা বেশ কিছু মেগা প্রজেক্টের বাস্তবায়ন ঘটিয়েছি এবং এখনও বড় ধরনের অনেক কাজ চলছে নিজস্ব অর্থে। ধার-দেনার প্রয়োজন হচ্ছে না। এমনকি, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিপুল অর্থ সহায়তা দিয়েছে নিকটবর্তী একটি রাষ্ট্রকে। এভাবেই বঙ্গবন্ধুর দেয়া স্বাধীন বাংলাদেশ সমৃদ্ধির পথে অদম্যগতিতে ধাবিত হচ্ছে তাঁরই কন্যা শেখ হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্ব গুণে।’
৯ জুলাই শুক্রবার অপরাহ্নে কুইন্সে খ্যাতনামা ব্যবসায়ী আবুল কাশেমের বাসায় নানা ইস্যুতে এ অনানুষ্ঠানিক মতবিনিময়ের প্রারম্ভে সাবেক এই মন্ত্রী ও প্রবীণ রাজনীতিককে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, কমিউনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সহ-সভাপতি ইলিয়াস খান ও হাজী জাফরউল্লাহ এবং ‘সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, কমিউনিটি লিডার কামাল হোসেন মিঠু, চট্টগ্রাম সমিতির সাবেক সেক্রেটারি আশরাব আলী খান লিটন, যুবলীগ নেতা এ টি এম রানা প্রমুখ।
উল্লেখ্য, একান্ত ব্যক্তিগত সফরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে এসেছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। মাসখানেক অবস্থানকালে নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় যাবেন। সেখানে তার কন্যা বাস করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন