জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। অস্ট্রিয়ার সিবার্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ সোমবার স্থানীয় সময়ে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশনের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এই টুর্নামেন্টটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপ-প্রধান রাহাত বিন জামান, দূতাবাসের দূতালয় প্রধান তারাজুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার প্রেসিডেন্ট জাফর ইকবাল বাবলুসহ প্রবাসি বাংলাদেশিরা। পরে টুর্নামেন্টে অংশগ্রহনকারি প্রতিটি দলের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত।
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে প্রবাসিদের মোট ৫টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে বিক্রমপুর স্পোর্টিং ক্লাবকে ৬৩ রানে পরাজিত করে সিলেট এক্সপ্রেস।
বিডি প্রতিদিন / অন্তরা কবির