মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও মালয়েশিয়াস্থ চাঁদপুর সমিতির সভাপতি সেলিম নুরুল ইসলাম মারা গেছেন। আজ বেলা ২টার দিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত দুই দিন আগে করোনা উপসর্গ নিয়ে তিনি কুয়ালালামপুর প্রিন্স কোর্ট হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। তার মৃত্যুর খবরে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সেলিম নুরুল ইসলামের অকাল মৃত্যুতে তাৎক্ষনিক গভীর শোক জানিয়েছে ফেনী সমিতি মালয়েশিয়া। সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিরণ এক প্রতিক্রিয়ায় বলেন, একজন সৎ, সজ্জন ও গুনী মানুষকে হারালো বাংলাদেশ কমিউনিটি। আমরা ফেনী সমিতি মালয়েশিয়া পরিবার গভীর ভাবে শোকাহত।
বিডি প্রতিদিন/হিমেল