জার্মানির বার্লিনের প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন’র ১০ বছর পূর্তি উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বার্লিনের বাংলা কমিউনিটির ৭টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ম্যাচে বার্লিন ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্লিন।
রবিবার রাজধানীর নয়াকোলনের মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।
পুরস্কার প্রদানকালে তিনি বলেন, বিদেশের মাটিতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নতুন প্রজন্মের সবাইকে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর জীবন গঠনে উদ্বুদ্ধ করবে। এছাড়াও দেশের সংস্কৃতি বিদেশের মাটিতে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে জানান তিনি।
আয়োজক প্রধান আলিম মিয়া বলেন, জার্মানিতে বসবাসরত দেশের যুবকদের ঐক্যবদ্ধ করে সুন্দর সমাজ গড়তেই খেলাধুলার এমন আয়োজন।
এদিকে, এমন সুন্দর আয়োজনে পৃষ্টপোষকতা করতে পেরে খুশি দেশী বাজার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলা কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর খান, মো. শাহ আলম, বদিউজ্জামান, মোস্তাক মান্নান ও আনহার মিয়াসহ আরো অনেকে। অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে দর্শকদের উপস্থিতি প্রতিযোগিতার মান অনেকখানি বাড়িয়েছে দিয়েছে বলে জানান আয়োজকবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন